ইংরেজি রিডিং শিখতে হলে সর্বপ্রথম যা জানতেই হবে সেটা নিচে আলোচনা করছি খুবই মনোযোগ সহকারে এগুলো আয়ত্ত করতে হবে, অর্থাৎ ইংরেজি ২৬ টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয় সেটা যদি না জানা থাকে তাহলে কোনদিনই ইংরেজি রিডিং শেখা সম্ভব নয় তাই সত্যি ইংরেজি রিডিং শিখতে হলে অতি অবশ্যই নিচের সাউন্ড গুলো আয়ত্ত করুন
A কখন ‘এই’ উচ্চারণ হয়
কোন ইংরেজি শব্দ এই ফর্মেটে সাজানো থাকলে: 👉 a–e = এই
Cake কেইক্ – (কেক)
Came কেইম্ – (এমেখিল)
Date ডেইট্ – (তারিখ)
Face ফেইস্ – (মুখমন্ডল।
Game গেইম্ – (খেলা)
Hate হেইট্ – (ঘৃণা)
Take টেইক্ – (নেওয়া)
Make মেইক্ – (তৈরী করা)
Fake ফেইক্ – (নকল)
Lake লেইক্ – (হ্রদ)
Safe সেইফ্ – (নিরাপদ)
Snake স্নেইক্ – (সাপ)
Flame ফ্লেইম – (আগুন)
কোন ইংরেজি শব্দ এই ফর্মেটে সাজানো থাকলে: 👉 a–e = এই
Ace এইস্ – (সেরা ব্যাক্তি)
Ache এইক্ – (ব্যাথা)
Ape এইপ্ – (বানর)
Ate এইট্ – (খেলাম)
Able এইবল্ – (ক্ষমতা)
যদি কোনো শব্দে ai এরপর r ব্যতীত অন্য কোনো Consonant থাকে তাহলে ai এর উচ্চারণ "এই" হবে।
Brain ব্রেইন্ – (মস্তিস্ক)
Chain চেইন্ – (শিকল)
Drain ড্রেইন্ – (নর্দমা)
Jail জেইল্ – (কারাগার)
Pain পেইন্ – (বেদনা)
যদি কোনো শব্দে ai এরপর শুধু r থাকে তখন ai এর উচ্চারণ "এয়া" হবে।
Air এয়ার্ – (বাতাস)
Chair চেয়ার্ – (চেয়ার)
Fair ফেয়ার্ – (মেলা)
Hair হেয়ার্ – (চুল)
Stair স্টেয়ার্ – (সিঁড়ি)
যদি কোন ইংরেজি শব্দের শেষে ay আসে তাহলে ‘এই’ উচ্চারণ হয়
day ডেই – (দিন)
pay পেই – (পরিশোধ করা)
play প্লেই – (খেলা)
stay স্টেই – (থাকা)
may মেই – (মে মাস)
A = ‘অ’ কখন হয়
A + ll = অ
Ball বল – (খেলার বল)
Call কল – (ডাকা)
Fall ফল – (পড়ে যাওয়া)
Hall হল – (বড়ো ঘর)
Tall টল – (লম্বা)
a + au = অ
August অগস্ট্ – (আগস্ট মাস)
Autumn অটাম্ – (শরৎ ঋতু)
Author অথর্ – (লেখক)
audio অডিও – (অডিও)
audience অডিএন্স্ – (শ্রোতা)
ব্যতিক্রম au = আ
Aunt আন্ট্ (চাচি, মামি, ফুপু)
কোন ইংরেজি শব্দে aw আসলে তারপর r না থাকলে সাধারণত ‘অ’ উচ্চারণ হয়
Awesome অ’সাম্ – (অসাধারণ)
Awful অ’ফুল্ – (ভয়াবহ)
Caw ক – (কাকের ডাক)
Law ল – (আইন)
Paw প – (খাবা)
Raw র – (কাঁচা)
Saw স – (করাত)
Flaw ফ্ল – (ত্রুটি)
Straw স্ট্র – (খড়)
A + lk = অ
walk উঅক্ (হাটা)
talk টক্ (কথা বলা)
chalk চক্ খড়ি
stalk স্টক্ (কান্ড)
Talking টকিং (কথা বলছে)
a - কখন ‘আ’ উচ্চারণ হয়
দুটি Consonant এর মাঝে a থাকলে শেষ Consonant টি r হলে a লেটারটির উচ্চারণ "আ" হয়।
Car কা(র্) – (গাড়ি)
Bar বা(র্) – (বাঁধা)
Tar টা(র্) – (আলকাতরা)
Jar জা(র্) – (বয়াম)
Far ফা(র্) – (দূরে)
a + st = আ
fast ফাস্ট – (দ্রুত)
last লাস্ট – (শেষে)
past পাস্ট – (অতীত)
Blast ব্লাস্ট – (বিস্ফোরণ)
A + lm / a + lf = আ
palm পাম – (হাতের তালু)
calm কাম – (শান্ত)
balm বাম – (মলম)
half হাফ – (অর্ধেক)
calf কাফ – (বাছুর)
a - এর উচ্চারণ কখন ‘অ্যা’ হয়
দুটি Consonant এর মাঝে a এবং শেষ বর্ণটি r ব্যতীত অন্য কানো Consonant থাকলে a এর উচ্চারণ "অ্যা" হয়।
Cat ক্যাট – (বিড়াল)
Bat ব্যাট – (খেলার ব্যাট)
Mat ম্যাট – (মাদুর)
Fat ফ্যাট – (মোটা)
Hat হ্যাট – (টুপি)
শব্দের প্রথমে a এরপর b, c, d, f, g, l, m, n, p, s, t এই বর্ণগুলো থাকলে " অ্যা" উচ্চারণ হয়।
A-ban-don অ্যাব্যানডন্
Ab-do-men অ্যাবডমেন্
A-bout অ্যা’বাউট
Ab-sent অ্যাবসেন্ট
Ac-cept অ্যাকসেপ্ট
A-dapt অ্যাড্যাপ্ট্
Ad-mit অ্যাডমিট
Ad-vice অ্যাডভাইজ্
Af-fect অ্যাফেক্ট
Am-bu-lance অ্যামবিউলেন্স্
An-a-lyse অ্যানালাইজ্
As-sist অ্যাসিস্ট
Ap-ple অ্যাপল্
Ap-ply অ্যাপ্লাই

