Spoken English Online Course with Bengali ব্যাখ্যা এখন সবার জন্য সহজ এবং ব্যবহারযোগ্য। যারা ইংরেজি শিখতে চান কিন্তু বাংলায় বুঝতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য এই কোর্সটি একেবারেই উপযুক্ত। এখানে আপনি পাবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ 160 + Spoken English বাক্য।
Spoken English Online Course with Bengali Meaning
আমি যাই। I go
আমরা যাই। We go
তুমি যাও। You go.
তোমরা যাও। You.
আপনি যান। You go.
আপনারা যান। You go.
তারা যায়। They go.
সে যায়। He/she goes.
ইহা যায়। It goes.
করিম যায়। Karim goes.
আমি গিয়েছিলাম। I went.
আমরা গিয়েছিলাম। We went.
তুমি গিয়েছিলে। You went.
তোমরা গিয়েছিলে। You went.
আপনি গিয়েছিলেন। You went.
আপনারা গিয়েছিলেন। You went.
তারা গিয়েছিল They went.
সে গিয়েছিল। He/She went.
করিম গিয়েছিল। Karim went.
আমি যাবো I will go.
আমরা যাব। We will go.
তুমি যাবে। You will go.
তোমরা যাবে। You will go.
আপনি যাবেন। You will go.
আপনারা যাবেন। You will go.
তারা যাবে। They will go.
সে যাবে। He She will go.
করিম যাবে। Karim will go.
আমি যাচ্ছি। I am going.
আমরা যাচ্ছি। We are going.
তুমি যাচ্ছো। You are going.
আপনি যাচ্ছেন। You are going.
তারা যাচ্ছে। They are going.
সে যাচ্ছে। He / she is going.
করিম যাচ্ছে। Karim is going.
আমি যাচ্ছিলাম। I was going.
আমরা যাচ্ছিলাম। We were going.
তুমি যাচ্ছিলে You were going.
আপনি যাচ্ছিলেন। You were going.
তারা যাচ্ছিল। They were going.
সে যাচ্ছিল। He was going.
করিম যাচ্ছিল। Karim was going.
আমি গিয়েছি। I have gone.
আমরা গিয়েছে। We have gone.
তুমি গিয়েছো। You have gone.
তোমরা গিয়েছো। You have gone.
আপনি গিয়েছেন। - You have gone.
আপনারা গিয়েছেন। - You have gone.
তারা গিয়েছে। - They have gone.
সে গিয়েছে। - He/She has gone.
করিম গিয়েছে। - Karim has gone.
আমি গিয়েছিলাম। - I had gone.
আমরা গিয়েছিলাম। - We had gone.
তুমি গিয়েছিলে। - You had gone.
তোমরা গিয়েছিলে। - You had gone.
আপনি গিয়েছিলেন। - You had gone.
আপনারা গিয়েছিলেন। - You had gone.
তারা গিয়েছিল। - They had gone.
সে গিয়েছিল। - He/She had gone.
করিম গিয়েছিল। - Karim had gone.
How are you? – তুমি কেমন আছো?
I’m fine. – আমি ভালো আছি।
What’s up? – কী খবর?
Nothing much. – তেমন কিছু না।
See you later. – পরে দেখা হবে।
Take care. – খেয়াল রেখো।
Good morning. – শুভ সকাল।
Good night. – শুভ রাত্রি।
Have a nice day. – তোমার দিনটা ভালো কাটুক।
Long time no see. – অনেক দিন পর দেখা।
খাওয়া-দাওয়া:
I’m hungry. – আমি ক্ষুধার্ত।
I’m thirsty. – আমার পিপাসা পেয়েছে।
Let’s eat. – চলো খাই।
Let's go. চলো যাই।
I would like some water. – আমার একটু পানি চাই।
The food is delicious. – খাবারটা দারুণ।
I’m full. – আমার পেট ভরে গেছে।
Do you want tea? – তুমি কি চা চাও?
I want to eat. আমি খেতে চাই।
Just a little. – অল্প একটু।
I don’t like it. – আমার এটা ভালো লাগছে না।
I love this taste. – এই স্বাদটা আমার ভীষণ ভালো লেগেছে।
কাজকর্ম ও জীবন:
Where are you going? – তুমি কোথায় যাচ্ছ?
I’m going home. – আমি বাসায় যাচ্ছি।
What are you doing? – তুমি কী করছো?
I’m working. – আমি কাজ করছি।
I’m busy right now. – আমি এখন ব্যস্ত।
Call me later. – আমাকে পরে ফোন করো।
Wait a minute. – এক মিনিট অপেক্ষা করো।
Come with me. – আমার সাথে চলো।
Sit down, please. – বসো, অনুগ্রহ করে।
Stand up. – দাঁড়িয়ে যাও।
কেনাকাটা:
How much is this? – এটা কত টাকা?
It’s too expensive. – এটা খুবই দামী।
Do you have a cheaper one? – এর চেয়ে সস্তা আছে কি?
I’ll take it. – আমি এটা নেবো।
Can you give me a discount? – কিছু ছাড় দেবেন?
I don’t need it. – আমার এটা দরকার নেই।
That’s okay. – ঠিক আছে।
Do you accept cash? – নগদ নেবেন?
Here you go. – এই নাও।
Thank you so much. – তোমাকে অনেক ধন্যবাদ।
মতামত ও অনুভূতি:
I like it. – আমার এটা ভালো লাগে।
I don’t like it. – আমার এটা ভালো লাগে না।
I love it. – আমি এটা ভালোবাসি।
I hate it. – আমি এটা ঘৃণা করি।
That’s nice. – এটা সুন্দর।
That’s funny. – এটা মজার।
That’s amazing. – দারুণ ব্যাপার।
I’m tired. – আমি ক্লান্ত।
I’m happy. – আমি খুশি।
I’m sad. – আমি দুঃখিত।
সময় ও পরিকল্পনা:
What time is it? – কয়টা বাজে?
It’s five o’clock. – পাঁচটা বাজে।
See you tomorrow. – কাল দেখা হবে।
I’ll call you. – আমি তোমাকে ফোন করব।
Let’s go out. – চল বাইরে যাই।
Come tomorrow. – কাল আসো।
Don’t be late. – দেরি করো না।
It’s too late. – অনেক দেরি হয়ে গেছে।
Let’s meet at 7. – চল ৭টায় দেখা করি।
I’m ready. – আমি প্রস্তুত।
মোবাইল ও টেক:
Can I use your phone? – আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি?
The battery is low. – চার্জ শেষ হয়ে আসছে।
My phone is dead. – আমার ফোন বন্ধ হয়ে গেছে।
Send me a message. – আমাকে মেসেজ পাঠাও।
I’ll text you. – আমি তোমাকে টেক্সট করব।
Pick up the phone. – ফোনটা ধরো।
Call me back. – আমাকে আবার ফোন করো।
I have no internet. – আমার ইন্টারনেট নেই।
Wi-Fi is not working. – ওয়াইফাই কাজ করছে না।
Check your email. – তোমার ইমেইল দেখো।
ভ্রমণ ও পরিবহন:
Where is the bus stop? – বাসস্ট্যান্ড কোথায়?
I need a taxi. – আমার একটা ট্যাক্সি দরকার।
How far is it? – কত দূর?
It’s near. – এটা কাছে।
It’s far. – এটা দূরে।
Turn left. – বাঁয়ে মোড় নাও।
Turn right. – ডানে মোড় নাও।
Go straight. – সোজা যাও।
Stop here. – এখানে থামাও।
Let’s go. – চল যাই।
পরিবার ও সম্পর্ক:
This is my father. – উনি আমার বাবা।
This is my mother. – উনি আমার মা।
He is my brother. – সে আমার ভাই।
She is my sister. – সে আমার বোন।
I love my family. – আমি আমার পরিবারকে ভালোবাসি।
Do you have siblings? – তোমার কি ভাইবোন আছে?
Yes, I have one brother. – হ্যাঁ, আমার এক ভাই আছে।
I’m married. – আমি বিবাহিত।
I’m single. – আমি অবিবাহিত।
This is my friend. – সে আমার বন্ধু।
সাধারণ ব্যবহার:
Yes. – হ্যাঁ।
No. – না।
Maybe. – হতে পারে।
Of course. – অবশ্যই।
I don’t know. – আমি জানি না।
I think so. – আমি তাই মনে করি।
Exactly. – একদম ঠিক।
Don’t worry. – চিন্তা করো না।
No problem. – কোনো সমস্যা নেই।
Thank you. – ধন্যবাদ।
What nonsense! কি বাজে বোকো!
Don't bother. - ব্যস্ত হবেন না।
Check the accounts. - হিসাব মিলিয়ে নাও।
Take tea. - চা নাও।

