Tense চেনার সহজ উপায় - Tense in English Grammar

Digital Study Official
By -
0


Tense চেনার সহজ উপায়




Tense চেনার সহজ উপায় বাংলায়



ইংরেজি বাক্য দেখে Tense চেনার সহজ 


Class 1: Simple Present Tense

ই, ও, এ, য় = Simple Present Tense
বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ
Structure: Subject + Verb + Object 
বাংলা বাক্য: ইংরেজি বাক্য ধরণ
আমি পড়ি। I read. Affirmative 
আমরা পড়ি। We read. Affirmative 
তুমি পড়ো। You read. Affirmative 
তোমরা পড়ো। You read. Affirmative 
সে পড়ে। He/She reads. Affirmative 
বেলাল পড়ে। Belal reads. Affirmative 
তারা পড়ে। They read. Affirmative 
রুবি পড়ে। Rubi reads. Affirmative 
ইহা পড়ে। It reads. Affirmative 

⭐ 3rd Person Singular Number-এর ক্ষেত্রে verb-এর শেষে ‘s’ বা ‘es' যােগ হয়।


বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ
Structure: Do/Does + Subject + Verb + Object + ? 
বাংলা বাক্য ইংরেজি বাক্য ধরণ
আমি কি পড়ি? Do I read? Interrogative 
আমরা পড়ি? Do we read? Interrogative 
তুমি পড়ো? Do you read? Interrogative
তোমরা পড়ো? Do you read? Interrogative 
সে পড়ে? Does he/she read? Interrogative
বেলাল পড়ে? Does Belal read? Interrogative 
তারা পড়ে? Do they read? Interrogative 
রুবি পড়ে? Does Rubi read? Interrogative 
ইহা পড়ে? Does it read? Interrogative

⭐ Interrogative (প্রশ্নবোধক) Sentence এর ক্ষেত্রে 'do' verb আসে।


বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ
Structure: Subject + do/does not + Verb + Object 
বাংলা বাক্য ইংরেজি বাক্য ধরণ
আমি পড়ি। I do not read. Negative 
আমরা পড়ি। We do not read. Negative 
তুমি পড়ো। You do not read. Negative
তোমরা পড়ো। You do not read. Negative
সে পড়ে। He/She does not reads. Negative
বেলাল পড়ে। Belal does not reads. Negative
তারা পড়ে। They do not read. Negative 
রুবি পড়ে। Rubi does not reads. Negative 
ইহা পড়ে। It does not reads. Negative 


⭐ Negative (না-বোধক) sentence করতে হলে 'do not' বা 3rd person singular number এ 'does not' হয়।

বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ
Structure: Wh + do/does + Subject + Verb + Object + ? 
বাংলা বাক্য ইংরেজি বাক্য ধরণ
আমি কেনো পড়ি? Why do I read? Wh Interrogative 
আমরা কীভাবে পড়ি? How do we read? Wh Interrogative 
তুমি কোথায় পড়ো? Where do you read? Wh Interrogative
তোমরা কোথায় পড়ো? Where do you read? Wh Interrogative 
সে কী পড়ে? What does He/She read? Wh Interrogative
বেলাল কখন পড়ে? When does Belal read? Wh Interrogative 
তারা কখন পড়ে? When do they read? Wh Interrogative 
রুবি কেনো পড়ে? Why does Rubi read? Wh Interrogative
ইহা কেনো পড়ে? Why it does read? Wh Interrogative



👉 আরো কিছু উদাহরণ দেখুন:
আমি প্রতিদিন ভাত খাই। I eat rice every day.
সে স্কুলে যায়। She goes to school.
তারা ফুটবল খেলে। They play football.
আমরা বই পড়ি। We read books.
সে দুধ খায়। He drinks milk.
সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the east.
পাখিরা সকালে গান গায়। Birds sing in the morning.
আমার বাবা একটি অফিসে কাজ করেন। My father works in an office.
বিড়াল দুধ পছন্দ করে। Cats like milk.
বিড়ালটি দুধ পছন্দ করে। The cat likes milk.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!