English Spelling - ইংরেজি বানানের নিয়ম :
Word-এর শেষে be, g, gg, ge, oe, ie, ee, r, y ইত্যাদি এবং এদের পরে s থাকলে এর উচ্চারণ 'জ়' এর মতো হয়।
Babies বেবীজ্ (শিশুরা)
Stories স্টোরিজ (গল্পসমূহ)
Eggs এগজ্ (ডিম)
Does ডাজ্ (করে)
Countries কান্ট্রিজ্ (দেশগুলি)
Duties ডিউটিজ্ (কর্তব্য)
Always অলউয়েজ্ (সর্বদা)
Word এর মধ্যে S এবং S এর আগে a, e, i, o, u, থাকলে S এর উচ্চারণ বিশেষ করে 'জ' এর মত হয়। যেমনঃ
His হিজ্ (তার)
Is ইজ্ (হয়)
Revise রিভাইজ্ (সংশোধন করুন)
Reside রিজাইড্ (বিদেশে বাস করা)
Design ডিজাইন্ (নকশা)
Confusion ক্যানফিউজন্ (বিভ্রান্তি)
Reason রিজন্ (কারণ)
Those দৌজ্ (সেগুলো)
কিন্তু SS এর আগে a, e, i, u থাকলে এর ক্ষেত্রে S এর উচ্চারণ 'স' হয়। কিছু কিছু ক্ষেত্রে 'শ' হয়। যেমন-
Depress ডিপ্রেস্ (বিষণ্ণ করা)
Concession ক্যানসেশন্ (ছাড়)
Hiss হিস্ (হিসহিস ধ্বনি করা)
Confession ক্যানফেশন্ (স্বীকারোক্তি)
Massage ম্যাসেজে (মেসেজ)
Session সেশন্ (অধিবেশন)
Word-এর শেষে f. p. pe, te ইত্যাদি এবং এদের পরে S থাকলে এর উচ্চারণ 'স' এর মত হয়।
Hopes হৌপস্ (আশা)
Ships শিপস্ (জাহাজ)
Chips চিপস্ (ভাজা আলুর কুচি)
Tips টিপস্ (পরামর্শ)
Kites কাইটস্ (ঘুড়ি)
Girls গার্লস্ (মেয়েরা)
Syllable- এর শেষ অক্ষর S থাকলে সে ক্ষেত্রে S এর উচ্চারণ স হয়। যেমন-
Bus বাস্ (বাস)
Dishonest ডিসঅনিসট্ (অসৎ)
Suspect সাসপেকট্ (সন্দেহভাজন)
His-tory হিসটরি (ইতিহাস)
This দিস্ (এই)
Thesis থীসিস্ (প্রবন্ধ)
Word-এর শেষে S, SS এবং এদের পরে ia বা ion থাকলে এক্ষেত্রে S এর উচ্চারণ 'শ' এর মত হয়। যেমন-
Session সেশন্ (অধিবেশন)
Depression ডিপ্রেশন্ (মনমরা)
Asia এশিয়া (একটি দেশ)
Mansion ম্যানশন্ (প্রাসাদ)
Russia রাশিয়া (একটি দেশ)
Tension টেনশন্ (দুশ্চিন্তা)
Permission পারমিশন্ (অনুমতি)
Admission এডমিশন্ (ভর্তি)
Word-এর শুরুতে বা শেষে Sh থাকলে এক্ষেত্রে S এর উচ্চারণ 'শ' এর মত হয়।-
Push পুশ্ (ধাক্কা)
Rush রাশ্ (তাড়াহুড়ো)
Nosh নশ্ (হালকা কিছু খাওয়া)
Shampoo শ্যাম্পু (শ্যাম্পু)
Ship শিপ্ (জাহাজ)
Word এর মধ্যে T' এবং এর পরে ia ie io ইত্যাদি অক্ষর থাকলে T এর উচ্চারণ বিশেষ করে 'শ' এর মত হয়। যেমন-
Patient - পেশেন্ট্ (রোগী)
Promotion প্রোমোশন্ (পদোন্নতি)
Infection ইনফেকশন্ (সংক্রমণ)
Initiate ইনিশিএইট্ (দীক্ষা নেওয়া)
Inspection ইনস্পেকশন্ (পরিদর্শন)
International ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক)
Word এর মধ্যে t এবং এর পরে ure/ura থাকলে t এর উচ্চারণ 'চ' এর মত হয়।
Nature - নেইচ্যার (প্রকৃতি)
Natural - ন্যাচরল্ (প্রাকৃতিক)
Picture - পিকচার্ (ছবি)
Future-ফিউচার্ (ভবিষ্যৎ)
Cultural - কালচারাল্ (সাংস্কৃতিক)
Statue - স্ট্যাচু (মূর্তি)
Conjuncture - ক্যানজাংচ্যার্ (সংযোজন)
Capture- ক্যাপচার্ (বন্দী করা)
Culture-কালচার্ (সংস্কৃতি)
Note: কিছু কিছু ক্ষেত্রে t - এর আগে s থাকলে t এর উচ্চারণ 'চ' এর মত হয়। যেমনঃ
Question- কুঅ্যাসচ্যান্ (প্রশ্ন)
Th-থ, দ: কখনো থ আবার কখনো দ হয়। এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়া যায় না। যেমন-
Then - দেন্ (তারপর)
That - দ্যাট (ঐটা)
Thee - দী (তুমি)
Them দেম্ (তাদের)
Than দ্যান (চেয়ে)
They - দেই (তারা)
This - দিস্ (এই)
Their - দেয়ার্ (তাদের)
Thy - দাই (তোমার)
থ এর ক্ষেত্রে-
Third - থা(র)ড (তৃতীয়)
Bath - বাথ্ (স্নান)
Think - থিংক্ (চিন্তা)
Tooth - টুথ্ (দাঁত)
Teeth - টীথ্ (দাঁতগুলো)
Birth - বা(র)থ্ (জন্ম)
Threat - থ্রেট্ (হুমকি)
Death - ডেথ্ (মৃত্যু)
Thrill - থ্রিল্ (রোমাঞ্চ)
Three - থ্রী (তিন)
Thank - থ্যাংক্ (ধন্যবাদ)
Note: 1. বিশেষ করে word এর ভিতরে এবং শেষে the থাকলে এর উচ্চারণ 'দ' হয়।
Bathe-বেইদ্ (স্নান করা)
Mother-মাদার্ (মা)
Father-ফাদার্ (বাবা)
Wreathe -রীদ্ (পাক খাত্তয়া)
Note:2. বিশেষ করে word এর শেষে th থাকলে এর উচ্চারণ থ হয়। যেমন-
Truth - ট্রুথ্ (সত্য)
Health - হেলথ্ (স্বাস্থ্য)
B এর উচ্চারণ হয় না এমন Words
Word এর মধ্যে M এবং B পর পর থাকলে এবং B-এর পরে কোন vowel না থাকলে B-এর উচ্চারণ বিশেষ করে হয় না। যেমন-
Comb - কৌম্ (চিরুনি)
Dumb - ডাম্ (বোকা)
Tomb - টুম (সমাধি)
Lamb - ল্যাম্ (ভেড়ার বাচ্চা)
Bomb-বম্ (বোমা)
Thumb - থাম্ (হাতের বুড়ো আঙ্গুলি)
Word এর মধ্যে বা শেষে bt পাশাপাশি থাকলে b এর উচ্চারণ সাধারণত হয় না। যেমন:
Debt- ডেট (ঋণ)
Indebted- ইনডেটিড্ (ঋণী)
Doubt- ডাউট্ (সন্দেহ)
L এবং P-এর উচ্চারণ হয় না এমন word :
Word এর মধ্যে L M এবং P S পাশাপাশি থাকলে এ ক্ষেত্রে L এবং P এর উচ্চারণ সাধারণত হয় না। যেমন-
Calm - কাম্ (শান্ত, শান্ত করা)
Palm পাম্ (হাতের তালু)
Psyche- সাইকি (আত্মা, মন)
Psychology-সাইকঅল্যাজি (মনোবিজ্ঞান)
Alms- আম্জ্ (ভিক্ষা)
Psychic- সাইকি (আত্মা, মন)
Psychotherapy -সাইকৌথেরাপি (মনোচিকিৎসা)
Psychiatrist - সাইকিয়াট্রিস্ট্ (মনোরোগ বিশেষজ্ঞ)
T-এর উচ্চারণ হয় না এমন word :
Word এর মধ্যে Ste / Stl থাকলে এ ক্ষেত্রে T এর উচ্চারণ বিশেষ করে হয় না। যেমন-
Listen - লিসন্ (শুনা)
Listener - লিসন্যার (শ্রোতা)
Fasten - ফাসন্ (বেঁধে দিন)
Rustle - রাসল্ (খড়খড়)
Wrestle - রেসল্ (কুস্তি)
Often - অফন্ (প্রায়ই)
Hasten - হেইসন্ (তাড়াহুড়ো করা)
Hustle - হাসল্ (হৈচৈ করা)
Soften - সফন্ (নরম করা)
N-এর উচ্চারণ হয় না এমন word :
Word এর মধ্যে MN পাশাপাশি থাকলে এবং এদের পরে vowel না থাকলে এর উচ্চারণ হয় না। যেমন-
Condemn - ক্যান্ডেম্ (নিন্দা করা)
Solemn - সল্যাম্ (গম্ভীর)
contemn ক্যানটেম্ (অবজ্ঞা করা)
Column - কল্যাম্ (কলাম)
gue এবং que-এর উচ্চারণ:
Word এর শেষে gue থাকলে এর উচ্চারণ গ হয় এবং que থাকলে এর উচ্চারণ ক হয়। যেমনঃ
Rogue - রৌগ্ (বদমাশ লোক)
Cheque - চেক্ (চেক)
Vague - ভেগ্ (অস্পষ্ট)
Oblique - ওব্লীক্ (তির্যক)
Vogue -ভৌগ্ (ভোগ)
Boutique - বুটিক্ (সর্বাধুনিক ফ্যাশনের জিনিসপত্র)

.png)