Narration Change Rules in Bengali

Digital Study Official
By -
0

Narration Change Rules in Bengali


Narration Change Rules in Bengali

আজকের ক্লাসে আমরা খুব সহজে Narration Change বা Direct to Indirect speech বা Reporting শিখবো। তবে হ্যাঁ Narration Change - এর তিনটা একই জিনিস বোঝায় বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকেন।
আজকের ক্লাসে শেখাবো simple present tense - এর

Assertive sentence
Negative sentence
Yes/No Question
WH-Question


Affirmative (Positive Statement / Assertive Sentence)

Direct
Subject + say(s) (+to Object) + ", " + Subject + Verb(s) …

Indirect:
Subject + say(s)/tell(s) (+Object) + that + Subject + Verb(s) …


Notes:

যদি object থাকে → say to → পরিবর্তিত হয়ে tell হবে।
Pronouns এবং time/number অনুযায়ী পরিবর্তন হতে পারে।

Negative Sentence

Direct:
Subject + say(s) (+to Object) + ", " + Subject + do/does not + Verb …

Indirect:
Subject + say(s)/tell(s) (+Object) + that + Subject + does/ do not + Verb …


Interrogative Sentence (Yes/No Question)

Direct:
Subject + say(s)/ask(s) (+to Object) + ", " + Do/Does + Subject + Verb … ?


Indirect:
Subject + ask(s)/want(s) to know (+Object) + if/whether + Subject + Verb …


Wh-Interrogative Sentence

Direct:
Subject + say(s)/ask(s) (+to Object) + ", " + Wh-word + Verb + … ?

Indirect:
Subject + ask(s)/want(s) to know (+Object) + Wh-word + Subject + Verb …

আরো কিছু তথ্য:
Pronouns এবং verbs context অনুযায়ী পরিবর্তিত হবে।
Yes/No question → “if/whether” ব্যবহার।
Direct speech-এ quotation marks থাকলেও Indirect-এ বাদ।
reporting verb যদি says / says to থাকলে Tense - এর পরিবর্তন হয় না




Direct & Indirect Speech


Affirmative (Positive Statement / Assertive Sentence)

👉 Direct Speech
He says, "I eat rice." সে বলে, "আমি ভাত খাই"।


👉 Indirect Speech
He says that he eats rice. সে বলে যে সে ভাত খায়।


Negative Sentence
👉 Direct Speech
He says, "I do not eat rice". সে বলে আমি ভাত খাই না।


👉 Indirect Speech
He says that he does not eat rice. সে বলে যে সে ভাত খায় না।


Interrogative Sentence (Yes/No Question)
👉 Direct Speech
He says, "do I eat rice?" সে বলে, "আমি কি ভাত খাই।"


👉 Indirect Speech
He asks if he eats rice. সে জিজ্ঞাসা করে, সে কি ভাত খায়?


Wh-Interrogative Sentence
👉 Direct Speech
He says, "What does Rahul eat?" সে বলে, "রাহুল কী খায়?"


👉 Indirect Speech
He asks what Rahul eats. সে জিজ্ঞাসা করে, রাহুল কী খায়?



👉 Direct Speech
He says, " when does Rahul eat?" সে বলে, "রাহুল কখন খায়?"


👉 Indirect Speech
He asks when Rahul eats. সে জিজ্ঞাসা করে রাহুল কখন খায়।



👉 Direct Speech
He says, "why does Rahul eat?" সে বলে, "রাহুল কেন খায়?"


👉 Indirect Speech
He asks why Rahul eats. জিজ্ঞাসা করে রাহুল কেন খায়?




আরো কিছু উদাহরণ দেওয়া হলো।
👉 Direct Speech
He says to me, "I eat rice." সে আমাকে বলে, আমি ভাত খাই।"


👉 Indirect Speech
He tells me that he eats rice. সে আমাকে বলে সে ভাত খায়।



👉 Direct Speech
He says to me, "I do not eat rice" সে আমাকে বলে আমি ভাত খাই না।


👉 Indirect Speech
He tells me that he does not eat rice. সে আমাকে বলে যে সে ভাত খায় না।



👉 Direct Speech
He says to me, "do I eat rice?" সে আমাকে বলে, "আমি কি ভাত খাই?"


👉 Indirect Speech
He asks me If he eats rice. সে আমাকে জিজ্ঞাসা করে সে কি ভাত খায়?



👉 Direct Speech
He says to me, "When do I eat rice." সে আমাকে বলে, "আমি কখন ভাত খাই?"


👉 Indirect Speech
He asks me when he eats rice. সে আমাকে জিজ্ঞাসা করে সে কখন ভাত খায়

👉 Direct Speech
I say, "I am busy." আমি বলি, "আমি ব্যস্ত।"


👉 Indirect Speech
I say that I am busy. আমি বলি যে আমি ব্যস্ত।



👉 Direct Speech
I say to him, "we are busy". আমি তাকে বলি, "আমরা ব্যস্ত।"



👉 Indirect Speech
I tell him that we are busy. আমি তাকে বলি যে আমরা ব্যস্ত।



👉 Direct Speech
We say to him, "you are a good friend." আমি তাকে বলি, "তুমি একজন ভালো বন্ধু।"


👉 Indirect Speech
We tell him that he is a good friend. আমরা তাকে বলি যে সে একজন ভালো বন্ধু।



👉 Direct Speech
She says to me, "I cook." সে আমাকে বলে, "আমি রান্না করি।"


👉 Indirect Speech
She tells me that she cooks. সে আমাকে বলে যে সে রান্না করে।



👉 Direct Speech
The farmer says, "I am busy" কৃষক বলে আমি ব্যস্ত।


👉 Indirect Speech
The farmer says that he is busy. কৃষক বলে যে সে ব্যস্ত।



👉 Direct Speech
Amal says, "I am happy." আমল বলে আমি খুশি।"


👉 Indirect Speech
Amal says that he is happy. আমল বলে যে সে খুশি।



👉 Direct Speech
He says to me, "You speak English well." সে আমাকে বলে, "তুমি ভালো ইংরেজি বলো।"


👉 Indirect Speech
She tells me that I speak English well. সে আমাকে বলে যে আমি ভালো ইংরেজি বলি।



👉 Direct Speech
She says, "We live in Dhaka." সে বলে, "আমরা ঢাকায় থাকি।"


👉 Indirect Speech
She says that they live in Dhaka. সে বলে যে তারা ঢাকায় থাকে।



👉 Direct Speech
They say, "We play football." তারা বলে, "আমরা ফুটবল খেলি।"


👉 Indirect Speech
They say that they play football. তারা বলে যে তারা ফুটবল খেলে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!