Past tense সহজ বাংলায় শিখুন

Digital Study Official
By -
0

 

Past tense সহজ বাংলায় শিখুন

Simple past              

তে-তো আম লে ল নানি   ( তে-তো আম simple past)

(আম লে ল Habitual Past)


আমি আম খেলাম I ate a mango / I ate mangoes

তুমি আম খেলে You ate a mango / You ate mangoes

সে আম খেলো He ate a mango /He ate mangoes


আমি আম খেতাম I used to eat mangoes

 তুমি আম খেতে You used to eat mangoes

  সে আম খেতে He used to eat mangoes



যখন আমি ছোট ছিলাম, আমি প্রতিদিন আম খেতাম

When I was a child, I would eat mangoes every day.




আমি পড়েছিলাম  I read

আমি পড়েছিলাম না/ আমি পড়িনি I did not read.

আমি কি পড়ে ছিলাম? Did I read?

আমি কি পড়েছিলাম না?/আমি কি পড়লাম না?  Did I not read? 

আমি কী পড়ে ছিলাম? What did I read?

আমি কী পড়েনি? আমি কী পাড়লাম না? What did I not read?

আমি কখন পড়েছিলাম ? When did I read?

আমি কীভাবে পড়েছিলাম ? How did I read?


আমি ভাত খেলাম।

I ate rice.

সে স্কুলে গেল।

He went to school.

আমরা সিনেমা দেখলাম।

We watched a movie.

তারা গান গাইল।

They sang a song.

তুমি দৌড়ালে।

You ran.

আমি বই পড়লাম।

I read a book. (উচ্চারণ: রেড)

সে আমাকে চিঠি লিখল।

He wrote me a letter.

মা বাজারে গেলেন।

Mother went to the market.

আমি কাল খেলেছি।

I played yesterday.


সে একটা কল দিল।

She made a call.

আমি দরজা বন্ধ করলাম।

I closed the door.

সে আমাকে ডাকল।

He called me.

আমরা নাচলাম।

We danced.

তারা কথা বলল।

They spoke.

আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করলাম।

I met my friends.


আমি তোমাকে খুঁজলাম।

I looked for you.

সে আমাকে সাহায্য করল।

He helped me.


তারা দরজা খুলল।

They opened the door.


তুমি দেরিতে এলেও।

You came late.



আমি রাতের খাবার তৈরি করলাম।

I cooked dinner.

আমরা গল্প শুনলাম।

We listened to a story.

সে সত্য বলল।

He told the truth.


আমি টাকা দিলাম।

I gave money.


তুমি হেসে উঠলে।

You laughed.


সে দ্রুত হাঁটল।

She walked fast.


আমরা ছবি তুললাম।

We took a photo.


তারা কিছু বলল না।

They said nothing.



আমি কম্পিউটার চালু করলাম।

I turned on the computer.


সে বাস মিস করল।

He missed the bus.


আমি গতকাল অনেক কাজ করলাম।

I did a lot of work yesterday.



Past Continuous 



আমি পড়ছিলাম। I was reading.

আমি পড়ছিলাম না। I was not reading.

আমি কি পড়ছিলাম? Was I reading?

আমি কি পড়ছিলাম না? Was I not reading?

আমি কী পড়ছিলাম? What was I reading?

আমি কী পড়ছিলাম না? What was I not reading?

আমি কেনো পড়ছিলাম? Why was I reading?

আমি কেনো পড়ছিলাম না? Why was I not reading?

আমি কখন পড়ছিলাম? When was I reading?

আমি কখন পড়ছিলাম না? When was I not reading?

আমি কীভাবে পড়ছিলাম? How was I reading?

আমি কোথায় পড়ছিলাম? Where was I reading?

আমি কার সাথে পড়ছিলাম? Who was I reading with? 

আমি বাবার সাথে পড়ছিলাম। I was reading with my father.



সে যাচ্ছিল । He was going.

সে যাচ্ছিল না। He was not going.

সে কি যাচ্ছিল? Was he going?

সে কোথায় যাচ্ছিল? Where was he going?

সে কিভাবে যাচ্ছিল? How was he going?

সে কেন যাচ্ছিল? Why was he going?

সে কখন যাচ্ছিল? When was he going?

সে কার সাথে যাচ্ছিল? Who was he going with? 

সে মায়ের সাথে যাচ্ছিল। He was going with his mother

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!