Vowel কাকে বলে কত প্রকার ও কি কি?
Vowel হলো এমন কিছু বর্ণ যা নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই তাদেরকেই Vowel বলে। যেমন - A, E, I, O, U ইংরেজি বর্ণমালা তে এই পাঁচটি কে ভাওয়েল বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। Vowel মূলত পাঁচ প্রকার। এই পাঁচটি ভাওয়েল ভিন্ন ভিন্ন সাউন্ড উৎপন্ন করতে পারে তা নিচে দেওয়া হচ্ছে।
Five vowel sounds
A - এই, অ, আ, অ্যা
E - ই, ঈ, এ, আ
I - আই, ই, আ
O - ও, অ, আ, উ
U - ইউ, উ, আ
Two vowel sounds
দুইটি ভাওয়েল এর উচ্চারণ নিচে দেওয়া হল অর্থাৎ দুইটি ভাওয়েল একত্রিত হলেপরে কেমন উচ্চারণ হয় তা কিছু নিয়মের মাধ্যমে দেখানো হলো।।
ae - এ, ঈ
কোন ইংরেজি শব্দে ae এরপর r ব্যতীত অন্য Consonant থাকলে 'ঈ' এর মত উচ্চারণ হয়।
algae অ্যালগী (শ্যাওলা)
caesar সীজ়ার্ (রোমান সম্রাটদের পদবী)
aesthetic ঈস'থেটিক্ (শিল্পকলা)
Hemoglobin হিমোগ্লোবিন (রঁজক উপাদান)
ব্যতিক্রম: haemorrhage হেমারেজ (রক্তক্ষরণ)
কোন ইংরেজি শব্দে ae এরপর r থাকলে 'এ' এর মত উচ্চারণ হয়।
Aeroplane এয়ারোপ্লেন্ (বিমান)
Aerosol এয়্যারোসল্ (কীটনাশক)
Aerial এরিয়্যাল্ (আকাশযান)
Aerator এরিয়েটর্ (বায়ু সঞ্চারের যন্ত্র)
ai - এই, এয়া
কোন ইংরেজি শব্দে ai এরপর r ব্যতীত অন্য Consonant থাকলে সাধারণত 'এই' এর মত উচ্চারণ হয়।
Brain ব্রেইন্ (মস্তিষ্ক)
Chain চেইন্ (শিকল)
Drain ড্রেইন্ (নর্দমা)
Rain রেইন্ (বৃষ্টি)
Main মেইন্ (প্রধান)
Jail জেইল্ (কারাগার)
Tail টেইল্ (লেজ)
Nail নেইল্ (নখ)
Fail ফেইল্ (ব্যর্থ)
Gain গেইন্ (লাভ করা)
Explain এক্সপ্লেইন্ (ব্যাখ্যা)
Detail ডিটেইল্ (বিস্তারিত)
Captain ক্যাপ্টেইন্ (অধিনায়ক)
কোন ইংরেজি শব্দে ai এরপর r থাকলে 'এয়া' এর মত উচ্চারণ হয়।
Chair চেয়ার্ (চেয়ার)
Fair ফেয়ার্ (ন্যায্য)
Hair হেয়ার্ (চুল)
Air এয়ার্ (বাতাস)
Pair পেয়ার্ (জোড়া)
Stair স্টেয়ার্ (সিড়ি)
Repair রিপেয়ার্ (মেরামত)
ao - আও, এঅ
ao এর উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে 'আও' হয়
Karaoke কারাওকে (সংগীত সহযোগে গান)
Kaolin কওলিন্ (চিনামাটি)
Mao যাও (চীনের রাজনৈতিক নেতা)
Dao ডাও (চীনা দর্শন)
ao = এঅ সাউন্ড
Chaos কেইঅস্ (বিশৃঙ্খলা)
Aorta এইঅ:ট্যা (মহা ধমনী)
Chaotic কেইঅটিক্ (বিশৃঙ্খল)
au - অ, আ
au - 95% জায়গায় 'অ' উচ্চারণ হয়।
August অগস্ট্ (আগস্ট মাস)
Autumn অটাম্ (শরৎ ঋতু)
Author অথর্ (লেখক)
Audio অডিও (অডিও)
কিছুক্ষেত্রে 'আ' হয়
Aunt আন্ট্ (মামি, খালা, পিসি)
ie - আ, ঈ, এ, এই, ইয়া
কোন ইংরেজি শব্দে ea এরপর r থাকলে সাধারণত 'আ' উচ্চারণ হয়।
Early আর্লি (অবিলম্বে)
Earn আর্ন (উপার্জন করা)
Earth আর্থ (পৃথিবী)
Heart হার্ট (হৃদয়)
Learn লার্ন (শেখা)
এবার আমরা দেখব- ea = ঈ কখন হয়?
কোন ইংরেজি শব্দে ea এরপর t, st, m, n, l, p, ch, থাকলে সাধারণত 'ঈ' এর মতো উচ্চারণ হয়।
ea + t = ঈ
Eat ঈট্
Seat সীট্
Beat বীট্
Cheat চীট্
Heat হীট্
Meat মীট্
ব্যতিক্রম: Great
ea + st = ঈ
Beast বীস্ট্
Feast ফীস্ট
Least লীস্ট্
East ঈস্ট্
ব্যতিক্রম: Breast ব্রেস্ট্
ea + m = ঈ
Team টিম্
Dream ড্রিম্
Cream ক্রিম্
Steam স্টীম্
Beam বীম্

