was were - ব্যবহার শিখুন সহজে
Subject + was, were + V-ing
আমি যাচ্ছিলাম।
I was going
Subject + was, were + not + v-ing
আমি যাচ্ছিলাম না।
I was not going
Was, Were + Subject + v-ing + ?
আমি কি যাচ্ছিলাম?
Was I going?
আমরা ঘুমাচ্ছিলাম
We were sleeping
তারা দৌড়াচ্ছিল
They were running
Sub + was were + noun
আমি একজন ডাক্তার ছিলাম
I was a doctor
I was not a doctor
Was I a doctor?
সে একজন ছাত্র ছিল
She was a student
তারা ড্রাইভার ছিল
They were drivers
Sub + was were + adjective
আমি সুখে ছিলাম
I was happy
আমি ক্লান্ত ছিলাম
I was tired.
তারা ধনী ছিল।
They were rich
আমরা চালাক ছিলাম
We were clever
Sub + was were + adverb + adj
আমরা খুব সুখী ছিলাম
We were very happy
আমি খুব দুঃখী ছিলাম।
I was so sad.
Sub+ was, were + preposition + noun
আমি গতকাল স্কুলে ছিলাম।
I was at school yesterday.
আমরা পার্কে ছিলাম।
We were at the park.
আমি ঘরে ছিলাম।
I was at home
আমি দোকানে ছিলাম।
I was at the shop.
তারা বাজারে ছিল।
They were in the market.
Sub + was, were + V3
চিঠিটা লেখা হত
The letter was written
এখানে ইংরেজি পড়ানো হত।
English was taught here.
বইগুলো বিক্রি করা হত।
The books were sold.
There was, were কোথাও কিছু ছিল
There was/were + noun + (place/time).
টেবিলে একটি বই ছিল
There was a book on the table.
বাগানে একটি ছেলে ছিল।
There was a boy in the garden
ক্লাসে অনেক ছাত্র ছিল।
There were many students in the class.
তোমার হোমওয়ার্কে কিছু ভুল ছিল।
There were some mistakes in your homework.
Sub + was, were to + v1
আমাকে খেতে হতো
I was to eat.
তাকে যেতে হতো।
He was to go
তোমাকে রান্না করতে হতো।
You were to cook.
Sub + was, were + becoming + noun
সে ডাক্তার হচ্ছিল
He was becoming a doctor.
সে শিক্ষক হচ্ছিল।
He was becoming a teacher.
S + was, were + becoming + adjective
সে মোটা হচ্ছিল।
He was becoming fat.
সে খুশি হচ্ছিল।
He was becoming happy.
Sub + will be + v-ing
আমি বলতে থাকবো
I will be telling.
I will not be telling.
Will I be telling?
তারা নাচতে থাকবে।
They will be dancing.
আমরা সাঁতার কাটতে থাকব।
We will be swimming.
Sub + will be + noun কিছু হবো ভবিষ্যতে
আমি ডাক্তার হবো।
I will be a doctor.
সে একজন ইঞ্জিনিয়ার হবে।
He will be an engineer.
তারা শিক্ষক হবে
They will be teachers
সে ইংরেজির শিক্ষক হবে।
He will be an English teacher.

